Sunday 6 March 2016

ক্যাম্পাসে ক্যাম্পাসে নারী দিবসের ভাবনা



মেহেদি তারেক বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই নারী-পুরুষ সবার সম্মিলিত চেষ্টাই পারে আমাদের দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। বাংলাদেশের বর্তমান অগ্রগতির পিছনে বড় যে শক্তিটি কাজ করছে তা হলো

বিয়ের পর জুটি বেধে প্রথম অভিনয় করলেন নাদিয়া ও নাঈম Copyright Daily Inqilab



বিনোদন ডেস্ক : নাদিয়া ও নাঈম বিয়ের আগে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও বিয়ের পর একসঙ্গে অভিনয় করেননি। বিয়ের পর এবারই প্রথম নাদিয়া ও নাঈম জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। আজাদ আবুল কালাম’র কাহিনী বিন্যাসে এবং সৈয়দ ফয়েজ হাসানের নির্দেশনায় ‘কাঠফুল’ নাটকে তারা দু’জন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকে নাঈম একজন মাস্তানের চরিত্রে এবং তার বিয়ে হয়ে যাওয়া প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রমিজ রাজু। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘গল্প ভাবনা আমার কাছে নতুন। আমার চরিত্রটিতেও নতুনত্ব আছে। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। আশা করি, দর্শক মুগ্ধ হবেন।’ নাঈম বলেন, ‘যেহেতু আমার চরিত্রটি একজন মাস্তানের। তাই স্বাভাবিকভাবেই আমার গেটআপে একটু পরিবর্তন আনতে হয়েছে। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতেই আমার ভালোলাগে। কাঠফুল নাটকের গল্প এক কথায় দুর্দান্ত। আমি কাজ করে মুগ্ধ।’ পরিচালক জানান, শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। এদিকে নাঈম এবং নাদিয়া জানান, তাদের দু’জনের একসঙ্গে একই নাটকে কাজ করার জন্য অনেক নাটকেই প্রস্তাব আসছে। স্ক্রিপ্ট ভালো হলে তারা সেসব নাটকে কাজ করবেন। নাদিয়া ও নাঈম প্রথম নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় ‘নির্ভৃত যতনে’ একটি নাটকে প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। এরপর তারা দু’জন রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে এনটিভিতে তাদের অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘বাক্সবন্দী’ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

মিসকলেই তছনছ জেসমিনের সংসার



‘ওর মোবাইলে মাঝে মধ্যেই মিসকল আসে। প্রায় দেড় মাস আগে একদিন গভীর রাতে একটি মিসকল আসে। আমি নিজেই ওই নম্বরে ফোন করি। মোবাইলের অপর প্রান্তে এক মহিলা কণ্ঠ শুনতে পাই। এরপর কথা বলেনি। এ ব্যাপারে জানতে চাইলে তার স্বামীও কোনো উত্তর দেননি। মধ্যরাতে ওর কাছে কার ফোন আসে? সেদিন থেকেই ....

খেলার টিকিট বিক্রিতে হাঙ্গামা



এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে ভারতের লড়াই। তা-ও আবার ফাইনাল, ঘরের মাঠে। এই লড়াই মাঠে থেকে দেখার সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায়? তাই ফাইনাল খেলা শুরুর দুই দিন আগে গত শুক্রবার দুপুরের পর থেকে মিরপুর ১০ নম্বরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে ছিল টিকিট